স্পোর্টস ডেস্ক:: নিষিদ্ধ হওয়ায় ইউরো বাছাইয়ের ম্যাচটি খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সুপার স্টার সিআর সেভেনকে ছাড়াই ভয়ঙ্কর হয়ে উঠলো পর্তুগাল। গুণে গুণে নয় গোল দিলো প্রতিপক্ষের জালে। লুক্সেমবার্গকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো দলটি।
‘জে’ গ্রুপের ম্যাচটিতে লুক্সেমবার্গের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠে পর্তুগাল। দলের সেরা তারকাকে ছাড়া মাঠে নামা পর্তুগিজরা তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। গোল উৎসবের রাতে প্রতিপক্ষের জালে নয় বার পাঠালেও নিজেদের জাল অক্ষুন্ন রেখেছে দলটি।
ইউরো বাছাইয়ে আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। পরপর দুই হলুদ কার্ডে লাল কার্ড হয়ে যাওয়াতে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামতে পারেননি সিআর সেভেন। তাকে ছাড়াই খেলতে নামা পর্তুগিজরা রীতিমতো গোলের বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে।
এক তরফা ম্যাচে প্রথমার্ধের চার গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের পাঁচ গোলে ৯-০ গোলের দারুণ এক জয় পেয়েছে দলটি। লুক্সেমবার্গ একের পর এক গোল হজম করলেও শোধ দিতে পারেনি একটি গোলও। অসহায় আত্মসম্পূর্ণ করে দলটি।
পর্তুগালের তিনজন ফুটবলারই জোড়া গোল করে আদায় করেছেন। জোড়া গোলের এই তালিকায় গনসালো ইনাসিও, ডিওগো জোটা ও গনসালো রামোসরা দু’টি করে গোল করেছেন। ব্রনো ফার্নান্দেজ, দ্বিতীয়ার্ধে বদলী নামা জোয়াও ফেলিক্স ও রিকার্ডো হোর্টারা করেছেন একটি করে গোল।
ম্যাচের শুরুতেই গনসালো ইনাসিওর গোলে লিড নেয় পর্তুগাল। ১২তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ১৭তম মিনিটেই গনসালো রামোস ব্যবধান ২-০ করেন। দু’জনেই প্রথমার্ধে জোড়া গোল করে বসেন। ৩৩তম মিনিটে গনসালো রামোসের গোলে পর্তুগাল লিড নেয় ৩-০ ব্যবধানে। প্রথমার্ধের যোগ করা সময়ে গনসালো ইনাসিওর গোলে ৪-০ লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে উঠে পর্তুগাল। দশ মিনিটের ব্যবধানে জোড়া গোলের তালিকায় যোগ দেন ডিওগো জোটা। ম্যাচের ৫৭তম মিনিটে তার প্রথম গোলে পর্তুগাল লিড নেয় ৫-০ ব্যবধানে। ৬৭তম মিনিটে রিকোর্ডো হোর্টার ব্যবধান ৬-০ করেন। ৭৭তম মিনিটে ডিওগো জোটা জোড়া গোল পূর্ণ করলে পর্তুগাল ৭-০ ব্যবধান করে। ব্রুনো ফার্নান্দেজ ৮৩তম মিনিটে দলের অষ্টম গোলটি করেন। বড় ব্যবধানে পিছিয়ে পড়া লু্ক্সেমবার্গের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন জোয়াও ফলিক্স। তার গোলেই ৯-০ গোলের বড় জয় নিশ্চিত হয় পর্তুগিজদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post