স্পোর্টস ডেস্কঃ আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখছে উইন্ডিজ দল। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, প্রায় ১৭ দিনের সফরে বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
১৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দুই ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু হবে। তিন ওয়ানডের দুইটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একটি ওয়ানডে অনষ্ঠিত হবে চট্টগ্রামে।
সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সূত্র জানিয়েছে, প্রথম দুই ওয়ানডে সিলেটে খেলার পর দুই দল পাড়ি জমাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে উইন্ডিজ সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও এক ব্যস্ত সূচি। নভেম্বরের ৭ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দলের। আইরিশদের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ খেলবে বাংলাদেশ। বর্তমানে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে লিটন দাসের দল। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে এশিয়া কাপের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। ৯ সেপ্টেম্বর শুরু এবারের এশিয়া কাপ। এরপর দেশে ফিরেই উইন্ডিজ সিরিজে ব্যস্ত হতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। যদিও এই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সূচি এখনও জানায় নি বিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০