স্পোর্টস ডেস্ক:: ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা নুরুল হাসান সোহানকে ‘এ’ দলের অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
২০২৩ সাল থেকে জাতীয় দলের বাইরে আছেন সোহান। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫১২ রান করেন নুরুল। তবুও জাতীয় দলে সুযোগ পাননি। পরীক্ষার মঞ্চ ‘এ’ দলের নেতৃত্বভার তার কাঁধে তুলে দিয়েছে ক্রিকেট বোর্ড।
সিনিয়র-জুনিয়র ক্রিকেটার মিলিয়ে ‘এ’ দল গঠন করেছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পা রেখেন, নতুন এমন ৪ জন ক্রিকেটার আছেন ‘এ’ দলে। তারা হলে জিসান আলম, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ ও মুশফিক হাসান আছেন এই দলে।
সূচি অনুযায়ী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে তাঁরা।২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল: নুরুল হাসান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিশান আলম, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী, আফিফ হোসেন, তোফায়েল আহেমদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০