স্পোর্টস ডেস্ক:: ঘরোয়া লিগের ম্যাচ ভিন্ন দেশে আয়োজনের পক্ষে নয় উয়েফা। তাদের সেই ইচ্ছেও নেই। তবুও উয়েফাকে নিতে হলো ‘কঠীন’ সিদ্ধান্ত। অনিচ্ছা থাকা স্বত্বেও বার্সেলোনাকে যুক্তরাষ্ট্রে খেলার অনুমতি দিতে হলো ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে।
লা লিগায় বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ মায়ামিতে আয়োজনের অনুমতি দিয়েছে উয়েফা। একই সঙ্গে সিরি আ’র লিগের ম্যাচও অস্ট্রেলিয়ায় আয়োজনের অনুমতি দিয়েছে সংস্থাটি। সোমবার উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের ধারণার ‘স্পষ্ট বিরোধী’ তারা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এ সংক্রান্ত কোনো স্পষ্ট নীতিমালা নেই। সে কারণে অনেকটা বাধ্য হয়ে লা লিগার (বার্সেলোনা-ভিয়ারিয়াল) এবং অন্যটি সিরি আ’র (এসি মিলান-কোমো) ম্যাচ বাইরের দেশে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। উয়েফা অনুমতি দিলেও আগামী ২১ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ নিয়ে শঙ্কা আছে। এসি মিলান ও কোমোর মধ্যে সিরি আ–র ম্যাচও আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজন নিয়ে অবশ্য কোনো শঙ্কা শুনা যায়নি।
উয়েফা অনুমোদন দেওযায় ম্যাচ দুটি মায়ামি ও পার্থে আয়োজনের বিষয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা। উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘আজ (গতকাল) আমরা আবারও স্পষ্ট করে বলছি, নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতায় উয়েফা অটল রয়েছে। গত মাসে আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করা হয়। সেখানে ভক্ত, লিগ, ক্লাব, খেলোয়াড় ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক আপত্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
বিবৃতিতে উয়েফার পক্ষ থেকে আরও বলা হয় , ‘যেহেতু সংশ্লিষ্ট ফিফা নীতিমালা, যা বর্তমানে পর্যালোচনার অধীন আছে, তা পর্যাপ্ত স্পষ্ট ও বিস্তারিত নয়, ফলে উয়েফা নির্বাহী কমিটি ব্যতিক্রম হিসেবে এই দুটি প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে। ভবিষ্যতে যেন ঘরোয়া প্রতিযোগিতার স্বকীয়তা ও ক্লাব–সমর্থক সম্পর্ক অক্ষুণ্ন থাকে, সে লক্ষ্যে ফিফার সঙ্গে কাজ করবে উয়েফা।’
বার্সেলোনা ম্যাচটির সিডিউল ২০ ও ২১ ডিসেম্বর। কিন্তুু ২১ ডিসেম্বরই এনএফএলের দল মায়ামি ডলফিনসের হার্ড রক স্টেডিয়ামে সিনসিনাটি বেঙ্গলসের বিপক্ষে খেলার সূচি আছে। এক দিনের ব্যবধানে একই মাঠে দুটি ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০