নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে নিজেদের দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে পেসার শরিফুল ইসলামকে।রবিবার বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে অনুশীলনের সময় এক সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে বামহাতি পেসারের। এরপর মাথার এক পাশে ব্যথার কথা জানান তিনি। এর পাশাপাশি গত কয়েক দিন ধরে তিনি সর্দিতেও ভুগছিলেন।
দুপুর ১২টার দিকে অনুশীলন শুরুতে ওয়ার্ম আপের সময়ই মাথায় আঘাত পান শরীফুল। পরে আর অনুশীলনে বোলিং করেননি। হাসপাতালে নিয়ে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে এরপরই আবার হোটেলে ফিরে গেছেন তিনি। বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন শরিফুল। টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়েছে ৬৫ রানে। এই ম্যাচে বল হাতে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন শরিফুল। আগামীকাল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে শেখ মেহেদী হাসানের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































