স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে পাকিস্তান ক্রিকেটে তোলপাড় চলছেই। অধিনায়ক বাবর আজমের কড়া সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। এবার এই তালিকায় যোগ দিয়েছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদী।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করেন, অধিনায়ক হিসেবে বাবর আজমকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। কিন্তুু তার বারবার ব্যর্থ হচ্ছেন। একাধিক বিশ্বকাপ, এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়েও কিছু করতে পারেননি তিনি। তার পরিবর্তন এখনি জরুরী।
সবশষ ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। এশিয়া কাপেও ছিলেন পাকিস্তানের নেতৃ্ত্বে। এসব আসরে তেমন ভালো ফলাফল করতে পারেনি পাকিস্তান। শহীদ আফ্রিদী তাই এখনি নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলছেন।
সাবেকদের একটি টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে থাকা আফ্রিদী বাবরের সমালোচনা করে বলেন, ‘আমি এক জিনিসে বিশ্বাস করি। যে সিদ্ধান্ত নিতে চান, সেটি নিয়ে ওই সিস্টেম, কোচ, অধিনায়ককে সময় দিন। আমিও অধিনায়কত্ব করেছি, ইউনুস খান, মিসবাহ উল হক- সবাই অধিনায়কত্ব করেছে। এত বেশি সুযোগ কোন অধিনায়ক পাননি। যে-ই না বিশ্বকাপ শেষ হয়েছে, অধিনায়কের গলায় ছুরি চালানো হয়েছে।’
নতুন কাউকে অধিনায়ক দেওয়া হোক জানিয়ে আফ্রিদী বলেন, ‘সে (বাবর) ২-৩ বিশ্বকাপ, ২-৩ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনেক সুযোগ মিলেছে তার। আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে। বড় সুযোগ দেওয়া হয়েছে। এখন যা সার্জারি করতে চান, সেটা একদিকেই করুন। এবং যাকে নিয়ে আসছেন তাকে পুরো সময় দিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post