নিজস্ব প্রতিবেদক:: নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে শুরু হচ্ছে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আয়োজনে, ক্রিকেট কমিটি ও প্রথম বিভাগ লিগ কমিটির ব্যবস্থাপনায় এবারের লিগ শুরু হবে আসছে বছরের প্রথম দিনে।
এরই মধ্যে লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে। সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে শনিবার রাতে জমকালো আয়োজনে জার্সি উন্মোচন করা হয়। লিগে অংশ নেওয়া ১০টি ক্লাবের জার্সি তুলে দেওয়া হয় ক্লাব প্রতিনিধিদের হাতে।
এসময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর রাহাত শামস, বিসিবির সিলেট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী প্রমুখ।
জানা গেছে, আগামি ১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের লিগ। ফ্লাট লিগ পদ্ধতিতে লিগে অংশ নেওয়া দশ ক্লাব প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে। টেবিল তলানির দল অবনমন হয়ে নামবে দ্বিতীয় বিভাগ লিগে। লিগ আয়োজনের জন্য এরই মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামে উইকেট তৈরিও করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































