স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ জাতীয় দলের একটি ক্যাম্পের ব্যবস্থা ছিল। তবে সেই ক্যাম্পের সাথে সিরিজও পাচ্ছে সংযুক্ত বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।
২৫ সেপ্টেম্বর রোববার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশি সমর্থকদের জন্য সুসংবাদ। বিনামূল্যে উপভোগ করা যাবে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। খরচ করতে হবে না কোনো অর্থ। এমিরেটস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত জানিয়েছে।
একই মাঠে ও সময়ে ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মূখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও আরব আমিরাত। সেই ম্যাচও মাঠে বসে উপভোগ করতে লাগবে না কোনো প্রকার অর্থ। প্রবাসী সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই আনন্দের সংবাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা