স্পোর্টস ডেস্ক:: বৃষ্টি প্রবণ সিলেটে বৃষ্টির ভরা মৌসুমেই দেওয়া হচ্ছে নেদারল্যান্ডস সিরিজ। সুযোগ সুবিধায় অন্য ভেন্যুর চেয়ে এগিয়ে থাকলেও বড় দলগুলোর বিপক্ষে সিরিজ এখনো খুব একটা মিলেনি সিলেটের ভাগ্যে। মিরপুরকে বিশ্রাম দিতে এবার তাই নেদারল্যান্ডসের টি-২০ সিরিজ সিলেটে দেওয়া হচ্ছে। সেটাও বৃষ্টি মৌসুমে।
গত কয়েক দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। রোদের দেখাও মেলেনি শনিবার। এমন অবস্থায় চলতি মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ সিলেটে আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকে বোর্ড। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে বিসিবি ডেকে আনছে নেদারল্যান্ডসকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপে যাওয়ার আগে প্রস্তুুতি হিসেবে এই সিরিজ খেলবে বাংলাদেশ দল।
যদিও এখনো সিরিজের সূচি প্রকাশ হয়নি। ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। আগস্টের তৃতীয় সপ্তাহে সিরিজটি সিলেটে আয়োজন হতে পারে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতেই বোঝা গেল, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’
এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে। ঢাকায় প্রস্তুুতি ক্যাম্প করবে টাইগাররা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি সিলেটে শুরুর দু’এক দিন আগে বাংলাদেশ দল চায়ের শহরে আসবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০