স্পোর্টস ডেস্ক:: ইন্টার মিলান এখন অস্ট্রেলিয়ায়। সিঙ্গাপুর, হংকং সফর করা দলটি এবার অস্ট্রেলিয়ায় গিয়ে জিতলো ৯-০ গোলের ব্যবধানে। ইতালিয়ান ক্লাবটি আর্সেনালের কাছে হেরেছিলো ১-০ গোলে। এরপর লিভারপুলকে হারিয়ে ছিলো ৪-২ গোলে।
এবার অস্ট্রেলিয়া সফরে গেলো মিলান। অস্ট্রেলিয়ার ক্লাব পার্থ গ্লোরিকে হারিয়েছে ৯-০ গোলে। স্বাগতিক পার্থ গ্লোরির জালে গুনে গুনে ৯বার বল জড়ালেন মিলানের খেলোয়াড়েরা। ৯-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো তারা।
অস্ট্রেলিয়ার ক্লাবটির বিপক্ষে এসি মিলানের হয়ে ৭জন ফুটবলার গোল করেছেন। জোড়া গোল করলেন দু’জন। বাকি ৫জন করলেন একটি করে গোল। মাচের তৃতীয় মিনিটেই গোলের সূচনা করে এসি মিলান। ফিলিপ্পো তেরাসিয়ানো প্রথম গোল করে এগিয়ে দেন ইতালিয়ান ক্লাবটিকে, ১-০। ২৩ ও ২৭ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৩-০ করেন নোয়াহ ওকাফর। ক্রিশ্চিয়ান কোমোত্তো ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে করেন ৪-০ ব্যবধান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফায়েল লিয়াও গোল করে ব্যবধান তৈরি করেন ৬-০। ৫৮ মিনিটে গোল করেন ৭-০ করে ফেলেন স্যামুয়েল রিচি। ৮০তম মিনিটে ৮-০ করে ইউনূস মুসা। এরপর ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে নবম গোল করেন রাফায়েল লিয়াও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০