স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার সকরুজদের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। বুধবার রাতে ম্যাচ খেলেই আবার ২ দিন পর মাঠে নামতে হচ্ছে তাদের। এতে ক্ষুব্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে আরেকটু বেশি বিশ্রাম প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি।
কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে এত কম সময় পাওয়াকে স্কালোনির কাছে মনে হচ্ছে স্রেফ ‘পাগলামো।’ পোল্যান্ডকে হারিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা।’
কাতারের আবহাওয়াও ফুটবল ও ফুটবলারদের জন্য খুব সহায়ক নয়। স্কালোনি বলেন, ‘এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার হয়ে গেছে এর মধ্যেই। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম।’
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষে অস্ট্রেলিয়াও ম্যাচ খেলেছে বুধবার। তাদের সামনেও মাত্র ২ দিন আছে প্রস্তুতির। ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় এশিয়ার দেশটি। ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার ডেনমার্ককে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। গোলটি করেন ম্যাথু লেকি। এর আগে একবারই নকআউট পর্বে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ আসরে শেষ ষোলোয় খেলা তাদের সেরা সাফল্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০