স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে প্যাট কামিন্সকে। গত বছর টিম পেইন সরে দাঁড়ানোয় টেস্ট দলের অধিনায়ক হন তিনি। এবার রঙিন পোশাকেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এই পেসার। আগামী নভেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন কামিন্স।
অস্ট্রেলিয়া ওয়ানডে দলের ২৭তম অধিনায়ক হলেন কামিন্স। প্রথম পেসার হিসেবে সাদা বলে অজিদের নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, ‘ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। ওয়ানডে দলটা অভিজ্ঞতায় ভরপুর হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বেন অলিভার বলেন, ‘তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়ার মতো বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন আমাদের। পরবর্তী ধাপের জন্য, সেটা ২০২৩ বিশ্বকাপসহ বোর্ড এবং নির্বাচকেরা কামিন্সকে ওয়ানডে দলের আদর্শ অধিনায়ক মনে করেছেন।’
আগামী ১৭ নভেম্বর ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। এরপর জানুয়ারিতে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা আছে অজিদের। আগামী বছর বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বে খেলার কথা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০