স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে জয় পেল আজ। ঐতিহাসিক এই জয়ে রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের স্পিনার রায়ান বার্ল। যদিও তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টি হেরেছিল সফরকারীরা। ফলে সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাইয়ে মাত্র ১৪১ রানে গুটিয়ে দেয়। লক্ষ্য তাড়ায় অজিদের ৩ উইকেটে হারিয়ে দেয় সিকান্দার রাজা, রেগিস চাকাভারা। টাউন্সস্লিভ মাঠে তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় জিম্বাবুয়ের প্রথম জয় এটি।
ডেভিড ওয়ার্নারের ৯৬ বলে ৯৪ রানের ইনিংসের পরও অস্ট্রেলিয়া আটকে যায় ১৪১ রানে। জিম্বাবুয়ের স্পিনার রায়ান বার্ল মাত্র ১৮ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নেন। তাঁর বোলিং ফিগার ৩-০-১০-৫! জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকার দেশটি। ৭২ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন চাকাভা। মারুমানি করেন ৩৫ রান। কাইতানো ১৯ রানের ইনিংস খেলেন।
এর আগে অজি ওপেনার ওয়ার্নার করেন ১৪টি চার এবং দুটি ছক্কায় ৯৬ বলে ৯৪ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৯)। তা ছাড়া অ্যারন ফিঞ্চ ৫, স্টিভ স্মিথ ১, অ্যালেক্স ক্যারি ৪ মার্কাস স্টইনিস ৩ এবং ক্যামেরন গ্রিন ৩ রান করেন।
রান তাড়ায় এক পর্যায়ে জিম্বাবুয়ের রান ছিল ৫ উইকেটে ৭৭। ইনফর্ম রাজা ৮, শন উইলিয়ামস শূন্য রানে ফিরে যান। এরপর অধিনায়ক চাকাভা ও টনি মানইয়ংগা ৩৮ রানের জুটি গড়েন। আর শেষ পর্যন্ত চাকাভা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের অধিনায়ক ৭২ বলে ৩৭ রান করেন ৩ বাউন্ডারিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০