স্পোর্টস ডেস্কঃ বুধবার অ্যাডিলেডে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুর হবে আগামী ২৫ জানুয়ারি ব্রিজবেনে। আগামীকালের টেস্টের একাদশ একদিন আগেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবেই ওপেনিংয়ে জায়গা হয়েছে স্টিভ স্মিথের। প্রথমবারের মতো ইনিংসের সূচনা করতে নামবেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-উইন্ডিজ। এই টেস্টের একাদশে জায়গা হচ্ছে না বিশেষজ্ঞ ওপেনার ম্যাট রেনশ’র। স্মিথ ওপেনিংয়ে প্রোমোশন পাওয়ায় মিডল অর্ডারে অনেকটা প্রত্যাশিতভাবেই জায়গা হয়েছে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। মিডল অর্ডারে মিচেল মার্শ-অ্যালেক্স ক্যারিরাও আছেন।
এদিকে ২০২২ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে খেলা পাঁচজনকে এবারের দলে রেখেছে উইন্ডিজ। তারা হলেন- অধিনায়ক ব্র্যাথওয়েট, আলজারি জোসেফ, ত্যাগনারায়ন চন্দরপল, জশুয়া ও কেমার রোচ। ২৭ বছর ধরে অজি ভূমে টেস্ট জয়ের মুখ দেখেনি ক্যারিবিয়ানরা। এমন লজ্জার রেকর্ড ভেঙ্গে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজকে গর্বিত করতে চান দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
Discussion about this post