নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডস সিরিজের মধ্যেই সিলেটে বোর্ড সভা ডাকে বিসিবি। সোমবার সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে হওয়া বিসিবির সভায় নেওয়া হয়েছে গুরুত্বপুর্ণ কয়েকটি সিদ্ধান্ত। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আইপিএল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান ‘আইএমজি‘কে আগামী তিন বছরের জন্য বিপিএলের আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানা গেল আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের আএমজি কোম্পানি।
এর আগে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল বিসিবি। বোর্ডের সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপসহ মোট ৭টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত আইএমজি-কে দায়িত্ব দিয়েছে বিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০