স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান প্রথমবার খেলবেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০)। বুধবার অনুষ্ঠিত হয়েছে এই লিগের নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে দল পেয়েছেন সাকিব-তাসকিন। সাকিবকে নিয়েছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। তাকে ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছে দলটি। অন্যদিকে সাকিবের দ্বিগুণ- ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯৬ লাখ টাকা) তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।
এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো ক্রিস ওকস, আরেক ইংলিশ তারকা জনি বেয়ারস্টো, আফগানিস্তানের ফাজালহাক ফারুক, এএম গাজানফার, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ও আকিম ওগিস এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। অন্যদিকে তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন টিম ডেভিড, সিকান্দার রাজা, আদিল রশিদ, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, টিম সাউদি, দিনেশ কার্তিক, রিচার্ড এনাগারাভারা।
সংযুক্ত আরব আমিরাতের এই লিগে নিলামের আগেই ঠাঁই পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারকে নেওয়ার কথা গত অগাস্টেই জানায় দুবাই ক্যাপিটালস।
এমআই এমিরেটস স্কোয়াড
মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।
শারজা ওয়ারিয়র্স স্কোয়াড
জুনায়েদ সিদ্দিক, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হরমিত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডিসুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জন, আবদুল সালাম খান, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভালকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল ও আদিল রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০