স্পোর্টস ডেস্ক:: আবারো সাংঘর্ষিক সূচিতে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট যখন শুরু হবে, টিক একই সময়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগও। দুই প্রতিবেশি দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে শুরু হচ্ছে। তাতে করে নিশ্চিত ভাবেই পাকিস্তান সুপার লিগের জৌলস কিছুটা কমতে পারে।
আজ আইপিএলের মিনি নিলাম অনুষ্টিত হবে। এর আগেই গতকাল আইপিএল কর্তৃপক্ষ অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে লিগ শুরুর সময় জানিয়ে দিয়েছেন। ২৬ মার্চ শুরু হবে আইপিএল, শেষ হবে ৩১ মে। একই সময়ে অর্থাৎ ২৬ মার্চ শুরু হবে পিএসএলও।
আবু ধাবিতে আজ আইপিএলের মিনি নিলাম অনুষ্টিত হবে। গত নভেম্বরেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আজ মিনি নিলাম থেকে নিজেদের ঘর গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল শুরু হবে টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ পর। আইসিসি সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ।
আইপিএলের সাথে একই দিনে শুরু হবে পিএসএল শেষ হবে আগামী ৩ মে। সর্বশেষ আইপিএল ও পিএসএলও একই সময়ে আয়োজন হয়েছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































