স্পোর্টস ডেস্ক:: ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলবেন না। ফ্র্যাঞ্চাইজি লিগটি থেকে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ১৬ মৌসুম ধরে আইপিএল খেলা এই তারকা ফ্র্যাঞ্চাইজি লিগের ক্যারিয়ারে ইতি টানছেন।
২০০৯ সালে আইপিএলে অভিষেক। এরপর একে একে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ এই লিগে এখন পর্যন্ত পঞ্চম সেরা উইকেট শিকারী অশ্বিন। ১৬ মৌসুমে তিনি ১৮৭টি উইকেট শিকার করেছেন আইপিএল ক্যারিয়ারে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আইপিএলের জার্সিতে বাইশ গজে আর দেখা যাবে না তাকে। হঠাৎ কি কারণে তার অবসর এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন তিনি। সেজন্যই ছেড়েছেন আইপিএল এমন গুঞ্জন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০