স্পোর্টস ডেস্কঃ আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের নারী ক্রিকেটার ডায়ানা এডুলজি, শ্রীলঙ্কান কিংবদন্তি অরবিন্দ্র ডি সিলভা এবং বীরেন্দর শেবাগ। এক বিবৃতিতে আইসিসি এই তিনজনকে সংযুক্ত করার কথা জানিয়েছে। বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের দিন সম্মানজনক এই তালিকায় আনুষ্ঠানিক অন্তর্ভুক্ত করা হবে সাবেক তিন ক্রিকেটারকে।
ভারতের নারী ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন এডুলজি। তার নেতৃত্বে উন্নতির পথে এগিয়ে যায় ভারতের নারী ক্রিকেট। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ২০টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি স্পিনার। তাতে ২৫.৭৭ গড়ে ৬৩ এবং ১৬.৮৪ গড়ে ওয়ানডেতে নিয়েছেন ৪৬ উইকেট।
এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ হাজারের বেশি রান করেছেন শেবাগ। ভারতের হয়ে জিতেছেন ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ। দেশের জার্সি গায়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই মারকুটে ওপেনার।
৯৩ টেস্ট এবং ৩০৮ ওয়ানডের ক্যারিয়ারে যথাক্রমে ছয় হাজার ৩৬১ এবং নয় হাজার ২৮৪ রান করেছেন ১৯৯৬ সালে লঙ্কানদের হয়ে বিশ্বকাপ জেতা ডি সিলভা। লঙ্কান এই কিংবদন্তি বলেন, ‘আমি গভীর কৃতজ্ঞতায় আইসিসি হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হওয়ার বিশাল সম্মান গ্রহণ করছি। এর জন্য আমার পরিবার, বাবা-মা, বোন, স্ত্রী এবং সন্তানরা তাদের ত্যাগের ধন্যবাদ প্রাপ্য, যা আমাকে সাফল্যের দিকে পরিচালিত করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post