স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মৌসুমের দ্বিতীয় ড্র করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে একের পর এক সুযোগ পেয়েও গোল পান নি রিয়ালের ফুটবলাররা। তাতে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
ড্রয়ের পরও পারফরম্যান্স নিয়ে তুষ্টি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। রায়োর বিপক্ষে জয় প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি। আগের রাউন্ডে এল ক্লাসিকো জেতা রিয়াল ১৫ ম্যাচ পর লিগে ঘরের মাঠে গোল করতে ব্যর্থ। সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল গত ২৯ জানুয়ারি, রিয়াল সোসিয়েদাদ ম্যাচে।
রায়োর বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আজ (গতকাল) আমরা ভালো খেললাম, দারুণ মানসিকতা ও প্রাণশক্তি দেখালাম এবং অনেক সুযোগ তৈরি করলাম। স্রেফ আমরা ফিনিশিংটা করতে পারলাম না। ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো ছিল।’
আনচেলত্তি আরও বলেন, ‘আমরা ম্যাচের ফল নিয়ে হতাশ, আমাদের ম্যাচ পারফরম্যান্স নিয়ে নয়। কখনও কখনও আপনি জেতার যোগ্য না হয়েও জিতবেন, কখনও কখনও জেতার যোগ্য হয়েও জিতবেন না। কিন্তু এই ম্যাচে (ভায়োকানোর বিপক্ষে) জয় প্রাপ্য ছিল আমাদের। অন্য ম্যাচে আমরা জিতেছি, যেখানে আমাদের জয় প্রাপ্য ছিল না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post