স্পোর্টস ডেস্ক:: ভারত-পাকিস্তান যুদ্ধে বিরতির পর এবার স্থগিত আইপিএল শুরুর উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড বিসিসিআই। আগামি সপ্তাহেই মাঠে গড়াবে আইপিএল। ফাইনাল হবে ৩ জুন। ভারতে পাকিস্তানের হামলার জের ধরে নিরাপত্তার জন্য স্থগিত করা হয় আইপিএল।
এবার বিসিসিআই জানিয়েছে, আগামি ১৭মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। স্থগিত থাকা ম্যাচগুলো আয়োজন হবে। দুই দেশের যুদ্ধের কারণে দু’দেশেরই ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করা হয়। যুদ্ধের প্রভাব শুধু পাকিস্তান সুপার লিগে পড়েনি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটেও পড়েছ। ভারত অবশ্য আগ বাড়িয়েই পিএসএলে হামলা চালায়। আজ বৃহস্পতিবার পাকিস্তানে চলমান পিএসএলের ম্যাচ ভেন্যুতে ভারতের ড্রোন হামলার পর পাকিস্তান সব বিদেশী ক্রিকেটারদের সরিয়ে নিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশেষ বিমানে করে দেশটিতে অবস্থান করা ক্রিকেটারদের দুবাইয়ে নিচ্ছে। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন।
পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ বিমানে পিএসএল খেলতে থাকা বিদেশী ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগ্রামে হামলার জবাব দিতে ভারত পাকিস্তানে পাল্টা আক্রশন করে। বিমান হামলা চালায়। এতে হতাহত হন অনেকেই। এর জবাবে পাকিস্তানও দ্রুতই পাল্টা হামলা চালিয়ে জবাব দেয় ভারতকে। উড়িয়ে দেয় ভারতের একটি সেন ব্রিগেডের সদর দপ্তর।
হামলা-পাল্টা হামলা চলছে। কাশ্মীর সীমান্তে প্রতিদিনই বন্দুকযুদ্ধ হচ্ছে। দুই দেশের যুদ্ধ এবার গড়ালো ক্রিকেট মাঠেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, পিএসএলের ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হামলার ঘটনা ঘটে।
তবে হামলায় স্টেডিয়ামে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর আগুন লেগে যায় স্টেডিয়ামে। দমকল কর্মীদের আগুন নেভাতে দেখা যায়। ড্রোন হামলার ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর অবশ্য মিলেনি। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও কোনো মন্তব্য করেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০