স্পোর্টস ডেস্কঃ ভার্চুয়াল টকশো ‘বিসিএল আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এই ভার্চুয়াল আড্ডায় আজ অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য সাকিব আল হাসান।
কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহান বিজয় দিবসে আজ রাত ৯টায় আড্ডায় যুক্ত হবেন সাকিব। ছাত্রলীগের পেজে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে। সাকিব চোটের কারণে নেই রোববার রাত থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য তিনি ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
জানা গেছে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন সাকিব। এর আগে তিনি নির্বাচন ইস্যুতে ব্যস্ত থাকবেন। নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post