স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ শুরুর তৃতীয় দিনে এসে মাঠে নামছে বাংলাদেশ। হংকং ভীতি দূর করে সেরা চারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল। এশিয়া কাপের সুপার ফোরে খেলতে হলে বাংলাদেশকে অন্তত দু’টি ম্যাচ জিততে হবে। হংকংকে হারাতেই হবে। সঙ্গে আফগানিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে কাউকে হারাতে হবে।
এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপে তুলনামূলক দুর্বল দল হংকং। তাদেরকে হারিয়ে নিজেদের প্রথম কাজটা করতে চায় বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লঙ্কানদের হারিয়েই সুপার ফোরে খেলতে চাইবে টাইগাররা। কেননা রশিদ খান, ফজল হক ফারুরী, নবীদের আফগানদের চেয়ে লঙ্কানদের হারানোই সহজ হবে। দিন কয়েক আগে লঙ্কানদের ঘরের মাটিতেই সিরিজ জিতে এসেছে বাংলাদেশ দল।
হংকংকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলা হলেও বাংলাদেশ দলে হংকং ভীতি আছে বেশ। এই দলটির বিপক্ষে মাত্র একবারই টি-২০ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগাররা লজ্জায় ডুবেছিলো। ২০১৪ টি-২০ বিশ্বকাপে নিজেদের মাঠে বাংলাদেশ হেরে যায়। চট্টগ্রামে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে হংকং। এরপর থেকে আর দলটির বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের।
এগারো বছর আগের সেই স্মৃতির যেনো পুনরাবৃত্তি না ঘটে, টাইগারদের কড়া নজর সেদিকেও। স্বপ্নের এশিয়া কাপ জিততে হলে আপাতত সুপার ফোর নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ শুরু হবে সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের সাথে গ্রুপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগাররা আইসিসি র্যাংকিংয়ের ১০ নম্বর দল। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হংকং সেরা ২০ দলে নেই।
২০১৪ সালের ২০ মার্চ চট্টগ্রামে সেটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। যে ম্যাচে মাত্র ১০৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ওই সামান্য পুঁজি নিয়ে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। হংকং জিতেছিল ২ উইকেটে। পুরনো হারের সঙ্গে আছে আরেক ভীতি। বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই স্টেডিয়ামে এর আগে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই পরাজিত হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০