স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। সুপার ফোরে খেলতে হলে এখন আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। বাংলাদেশের এখন লক্ষ্য একটাই আফগানিস্তানে হারিয়ে সুপার ফোরে যাওয়া।
লঙ্কানদের বিপক্ষে হারের পর কথা বলেছেন ব্যাটসম্যান জাকের আলী অনীক। জানিয়েছেন, তাদের লক্ষ্য এখন আফগানিস্তান হারানো এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া।
তিনি বলেন, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। এ ছাড়া তো আর উপায় নেই। ‘আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না।’
এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে লড়াই করতে পারেনি বাংলাদেশ। কিছু দিন আগেই সিরিজ জিতে আসা দলটি বৈশ্বিক আসরে লড়াই জমাতে পারেনি। বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। সঙ্গে অনেক সমীকরণও রয়েছে।
আবুধাবিতে আগে ব্যাট করা বাংলাদেশ মাত্র ১৩৯ রান তুলেছিলো। ১৪০ রানের লক্ষ্য লঙ্কানরা হেসেখেলেই টপকে গেছে টাইগারদের নিষ্প্রাণ বোলিংয়ে। ৩২ বল হাতে রেখে লঙ্কানরা জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































