স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের জন্য আরেক বিদেশী ক্রিকেটারকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। যুব বিশ্বকাপ মাতানো আফগান লেগ স্পিনার শফিকুল্লাহ গাফারিকে দলে নেওয়ার খবরটি বুধবার রাতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানদের জার্সিতে দারুণ বোলিং করেন গাফারি। টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেই আসরের টুর্নামেন্ট সেরা দলেও জায়গা পেয়েছিলেন এই লেগ স্পিনার। এবার তিনি আসছেন বিপিএলে।
অবশ্য এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পান নি গাফারি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলেছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডঃ
সরাসরি চুক্তি- মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান ও শফিকুল্লাহ গাফারি।
ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০