স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে বিশ্বকাপ চলাকালীন মাঝপথেই কাতার ছেড়ে চলে যান ইংল্যান্ডের রাহিম স্টার্লিং। পারিবারিক কারণে নিজ দেশে লন্ডনে চলে যান এই তারকা। মূলত লন্ডনে স্টার্লিংয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। যার কারণে পরিবারের কাছে ফিরে যান।
অবশ্য এই নিয়ে ইংল্যান্ড দলে প্রভাব ফেলেনি। সেনেগালের বিপক্ষে তাকে ছাড়াই স্বাচ্ছন্দ্যে ৩-০ ব্যবধানে জিতেছে ইংলিশরা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় আছে ইংল্যান্ড দল। ফ্রান্সের বিপক্ষে শনিবার মাঠে নামবে দলটি। আর এই ম্যাচের আগে পুনরায় বিশ্বকাপ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন স্টার্লিং।
২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড শুক্রবারই কাতারে দলের সাথে যোগ দিতে যাচ্ছেন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত বলে জানান স্টার্লিং। ব্যবস্থা করতে বলেন দলে যোগ দেওয়ার। এরপরই এফএ সব ব্যবস্থা করে। সব ঠিক থাকলে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে বিবেচনায় থাকতে পারেন চেলসি তারকা।
উল্লেখ্য, স্টার্লিংয়ের বাসায় হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা