স্পোর্টস ডেস্ক:: দুর্বল সংযুক্ত আরব-আমিরাতের সাথেও হারতে হারতে জিতেছে বাংলাদেশ। কর্ষ্টাজিত জয় এসেছে ইনিংসের একদম শেষ ওভারে, হারের মুখে দাঁড়িয়ে। এমন দুর্বল প্রতিপক্ষের সাথেও সাধারণ মানের ক্রিকেট খেলায় বাংলাদেশ দলকে নিয়ে আলােচনা-সমালোচনা হচ্ছে বেশি।
বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছেন, দলের যে অবস্থা, তাতে একটা জয় খুব প্রয়োজন ছিল। এমন চাপের অনেক ম্যাচ হেরেছেন, ম্যাচটা জেতা দরকার ছিল বলেও মন্তব্য করেন। জানিয়েছেন, বোলাররা শেষ মূহুর্তে খুব ভালো কামব্যাক করেছে। দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন।
জয়টা খুব দরকার ছিল জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের একটা জয় খুব দরকার ছিল। কারণ, গত কয়েকটা সিরিজে, এশিয়া কাপে আমরা কাছে গিয়েও হেরেছি, জিততে জিততে হেরে গেছি। কালকের পরিস্থিতি ওরকমই ছিল। এটা সবার ভেতরে বিশ্বকাপের জন্য আলাদা আত্মবিশ্বাস জোগাবে।’
মিরাজ বলেন, ‘আমাদের যে জিনিসটা দরকার ছিল যে কীভাবে একটা ম্যাচ জিততে হবে এরকম চাপের মুহূর্তে। কারণ, এর আগে আমরা এমন ম্যাচ অনেক হেরেছি। সুতরাং এ জিনিসটা আমাদের দরকার ছিল। এই জিনিসগুলো, ছোট জিনিস এসব নিয়েও কথা বলা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০