স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের ফাইনালে গিয়েও শিরোপা জেতা হয়নি। এবার উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্বপ্ন ভঙ্গ হলো ক্রোয়েটদের। ক্যারিয়ারের শেষ বেলায়ও শিরোপাহীন থাকার আক্ষেপে পুড়ছেন লুকা মদ্রিচ। ক্রোয়েটদের কাঁদিয়ে নেশন্স লিগে চ্যাম্পিয়ন হলো স্পেন।
রদ্রিগো, গাভি-আনসু ফাতিদের কাছে স্বপ্নের শিরোপা হাতছাড়া করলে লুকা মদ্রিচদ। ছোট দেশ ক্রোয়েশিয়া ফুটবলের বড় তারকা মদ্রিচ। জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন বহু দিন। পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। অনেকটা একক নৈপূণ্যে এক আসরে দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেও শিরোপা জেতা হয়নি।
ছোট দেশের বড় তারকা হয়েও হয়তো তাকে ক্যারিয়ার শেষ করতে হবে শিরোপাহীন থেকেই। স্বপ্নের শিরোপার খুব কাছে গিয়েও এবার হতাশ হয়ে ফিরতে হলো। স্প্যানিশদের হারাতে পারলেই উয়েফা নেশন্স লিগের শিরোপা উঠতো তার হাতে।
দুর্দান্ত, জমজমাট এক ফাইনাল শেষে হতাশ হয়েই মাঠ ছাড়তে হলো মদ্রিচকে। নির্ধারিত সময়েও তারকায় ভরপুর স্প্যানিশদের আক্রমণ ঠেকিয়ে রাখেন। অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোল করতে পারেনি স্পেন। মদ্রিচদের দল ক্রোয়েশিয়াকেও আটকে রাখে স্প্যানিশরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে আরো একবার কাঁদতে হলো এই তারকাকে।
বয়স ৩৭’র ঘর পেরিয়েছে। সময় বলছে বুট জোড়া তুলে রাখার সময় এবার হয়েছে। অনেকেই এই ফাইনালই ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচের শেষ ফাইনাল দেখছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় একটি শিরোপা তার হাতে উঠুক এমন চাওয়া ছিলো সমর্থকদের। তবে স্প্যানিশরা আর সেটি হতে দেয়নি। টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের চ্যাম্পিয়ন হলো স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post