স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা লিওনেল মেসির জন্য বিশেষ। কারণ কালই আর্জেন্টিনার মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলবেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা মুখোমুখি হবে।
মেসির বিদায়ী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। এক সময় তিনি ছিলেন মেসির জাতীয় দল সতীর্থ, আর এরপর কোচের ভূমিকায় জুটি বেঁধে জিতেছেন বহুল আরাধ্য (২০২২) বিশ্বকাপ ট্রফি। ফেলে আসা সময়ের স্মৃতিচারণা করতে গিয়েই স্কালোনি কেঁদে চোখ ভেজালেন। বলেছেন, মেসির উত্তরসূরি পাওয়া সম্ভব নয়, তিনি অতুলনীয়।
মেসির সাথে পথচলার স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেলেন স্কালোনি। এক সাংবাদিকও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিস্থিতি হালকা করার জন্য স্কালোনি মজা করে বলেন, আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।’ জবাবে সাংবাদিক বলেন, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন। এ কথা শুনে কোচ স্কালোনির চোখও ভিজে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, মেসি আসলে তাঁর জীবনে, কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।
স্কালোনি বলেন, ‘সে (মেসি) আসার পর কথা বলেছি, তবে এই ম্যাচ নিয়ে নয়। সে নিজেই ইতোমধ্যে এটা নিয়ে বলেছে, সেটাই শেষ কথা। আমরা এটা নিয়ে আর কিছু বলছি না। লিও যা বলেছে তাতে, এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে, আবেগের এবং সুন্দর। যদি সত্যিই এখানে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ হয়, তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে। এর শুরুটা আমাকে দিয়েই হবে। তাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের। আশা করি, মানুষ স্টেডিয়ামে যাবে এবং সে নিজেও উপভোগ করবে, কারণ এটা তার প্রাপ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০