স্পোর্টস ডেস্কঃ শেষ ওভারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ৬ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করল স্বাগতিকরা। রোববার রাতে শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০ রান। উইকেটে তখন অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। সঙ্গে রয়েছেন নাথান এলিস। তিনিও ভালো ব্যাট চালাতে পারেন। তবে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের দারুণ ইয়র্কারে জয় পায় সুর্যকুমার যাদবের দল।
প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি ওয়েড। তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলে আসে ১ রান। শেষ ২ বলে দরকার ছিল ৯। পঞ্চম বল বোলার সোজা খেলেন ন্যাথান এলিস। বল আর্শদিপের হাত ছুঁয়ে লাগে আম্পায়ারের গায়ে, তাই ১ রানের বেশি হয়নি। শেষ বলেও আসে ১ রানই। সব মিলিয়ে শেষ ওভারের চারটিই আর্শদীপ দিয়েছেন ইয়র্কার। তাতেই ঘুরিয়ে দাঁড়িয়ে রোমাঞ্চকর ম্যাচটা জিতে নিয়েছে ভারত।
ব্যাঙ্গালোরে টস হেরে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার জশস্বী জয়সাওয়াল (১৫ বলে ২১ রান) ও ঋতুরাজ গাইকোয়াড় (১২ বলে ১০ রান) শুরু পেলেও এগিয়ে নিতে পারেননি। তিনে নামা শ্রেয়াস আয়ার খেলেন ৩৭ বলে ৫৩ রানের দারুণ ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান এই ব্যাটার। তবে চারে নামা সূর্যকুমার যাদব (৫) ও পাঁচে নামা রিংকু সিং (৬) ব্যর্থ হন। উইকেটরক্ষক জিতেশ শর্মা ১৬ বলে ২৪ রান করে ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল ২১ বলে ৩১ রান করে ৮ উইকেট হারানো দলকে ১৬০ রানের পুঁজি এনে দেন।
জবাব দিতে নেমে অজি ওপেনার জস ফিলিপস (৪) শুরুতে ফিরে যান। ট্রাভিস হেড ১৮ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনে নামা বেন ম্যাকডরমিট ৩৬ বলে পাঁচ ছক্কার শটে খেলেন ৫৪ রানের ইনিংস। পরে ১৫ বলে ২২ রান করা ম্যাথু ওয়েড দলকে জয়ে পথে তুলে নেন। তবে শেষ টানতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩২ রান দরকার ছিল। ১৮তম ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ সহজ করে ফেলেন ওয়েড। শেষ ১২ বলে দরকার ছিল ১৭ রান। যা শেষ ওভারে ১০ রানে এসে দাঁড়ায়। কিন্তু সেটি ছুঁতে পারে নি সফরকারীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post