নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে আপাতত খেলা বন্ধ আছে বৃষ্টির জন্য। তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। সিলেট স্টেডিয়ামের সব টাওয়ারের কয়েকটি ফ্লাডলাইটে সমস্যা দেখা দিয়েছিল। আলো কমে যাওয়ায় খেলাও কিছুক্ষণ বন্ধ থাকে।
ফ্লাডলাইটের সমস্যায় প্রায় ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। তবে বেশিক্ষণ স্থায়ী হয় নি। পঞ্চম ওভারেই বৃষ্টি চলে আসে। মাঠকর্মীরা তাড়াহুড়ো করে পিচ ও এর চারপাশ কাভারে ঢেকে ফেলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। টর্নেডো ব্যাটিংয়ে ১৬ বলে ৪২ রান করে অপরাজিত আছেন অধিনায়ক লিটন দাস। এছাড়া ২ বলে ৩ রান করে টিকে আছেন তাওহিদ হৃদয়। ওপেনিংয়ে নেমে ৮ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন সাইফ হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০