নিজস্ব প্রতিবেদকঃ মেহেদি হাসান মিরাজের প্রথম সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা ৫ রানে হারিয়েছে সফরকারীদের। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের সাথে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
এ নিয়ে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয় করল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ও সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবারের সিরিজ জয়ের নায়ক মিরাজ। দুই জয়েই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।
মিরপুরে আজ মিরাজের ইনিংসে ছিল ৪ ছক্কা ও ৮ চার। ৮৩ বলে ১২০ স্ট্রাইকরেটে ব্যাট করেন এই ডানহাতি। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়া রিয়াদ ৭ চারে করেন ৭৬ রান। শেষদিকে ব্যাট থেকে ক্যামিও ইনিংস খেলেন নাসুম আহমেদ। মাত্র ১১ বলে ১৮ করেন এই বাঁহাতি।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমাকে এই পারফরম্যান্স করার সুযোগ দেওয়ায় আল্লাহকে কৃতিত্ব দেব। এর বাইরে বলার তেমন কিছু নেই। খুবই ভালো লাগছে। ক’বছর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি, কোন কোন জায়গায় উন্নতি দরকার তা নিয়ে কাজ করেছি। কোচরা অনেক তথ্য দিয়ে খেলায় উন্নতি আনতে সহায়তা করেছেন।’