স্পোর্টস ডেস্ক:: সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এখন কোচিং পেশায় আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে কোচ হিসেবে কাজে লাগাচ্ছে। জাতীয় লিগে বরিশাল বিভাগীয় দলের অবস্থা খুব একটা ভালো নয়। প্রতিবারই পয়েন্ট টেবিলের তলানির দল থাকে বরিশাল।
বিভাগীয় দলটির ক্রিকেটারদের মধ্যেও আছে বিরোদ। গ্রুপিং যেনো ওপেন সিক্রেট। টালমাটাল বরিশাল বিভাগীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে। ক্রিকেট বোর্ডের পরিচালন আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
আগামি মাসেই শুরু হবে জাতীয় লিগ। এরই মধ্যে বিভাগীয় দলগুলো প্রস্তুুতি শুরু করে দিয়েছে। বরিশাল দলের অবস্থার পরিবর্তনের জন্য বিসিবি আশরাফুলকে দলটির কোচের দায়িত্ব দিচ্ছে। সোহাগ গাজী-ফজলে মাহমুদদের দল সামলাবেন সাবেক এই ক্রিকেটার।
বিসিবি পরিচালক আকরাম খান সাংবাদিকদের বলেন, বরিশার বিভাগীয় দলকে নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করছি। আশরাফুলকে আমরা এই দলের দায়িত্ব দির্চ্ছি। সে নিজেও আগ্রহ দেখিয়েছে। ওই দলটা নিয়ে সমস্যা হচ্ছে। কোচ নিয়ে, ম্যানেজার নিয়ে ওরা সন্তুুষ্ট নয়। ক্রিকেটারদের মধ্যেও সমস্যা আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































