স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন চারিথ আসালঙ্কা। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২৭৪ রান।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। একেবারে প্রথম ওভারেই কোনো রান যোগ না করেই ওপেনার আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় দলটি। তবে এরপর অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা ৬৩ রানের একটি ঝড়ো জুটি গড়েন। দলের নবম ওভারের শেষ বলে ৩১ বলে ৮ বাউন্ডারিতে ৪১ রান করে সামারাবিক্রমার বিদায়ে সেই জুটি ভাঙে।
পরবর্তীতে বেশ কয়েকটি মাঝারি জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা। তবে ধীরে ধীরে দলটির রানের চাকার গতি কমে আসে। দলের পক্ষে দারুণ এক ইনিংস খেলেন আসালঙ্কা। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরির পর তিনি থামেন ১০১ রানে। ৯৫ বলের সেই ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ৪ ছক্কার মার। এর বাইরে ৪৬ রান আসে অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এই ওপেনার ৪৮ বলে ৬ বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড নারাভা, ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post