স্পোর্টস ডেস্ক:: ওভাল টেস্টে শেষ দিনে ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রানে। তৃতীয় দিন শেষে ২ রানে অপরাজিত থাকা জেমি স্মিথ ও শুন্য রানে অপরাজিত থাকা ওভারটন আজ শেষ দিনে জয়ের জন্য ব্যাট করতে নামবেন।
ভারত চাইবে বাকী থাকা চার উইকেট তুলে নিয়ে সিরিজটি জিতে নিতে। কিন্তুু ইংল্যান্ডও ছাড় দেবে। প্রয়োজনে জীবন ঝুঁকিতে ফেলে এক হাতে ব্যাট করতে নামবেন ওকস। যিনি এই টেস্টের প্রথম দিনে গুরুতর চোট নিয়ে মাঠ ছেড়ে ছিলেন।
শেষ পর্যন্ত লড়বে ইংল্যান্ড। প্রয়োজনে কাঁধের গুরুতর চোট নিয়ে ব্যাটিংয়ে নামবেন ক্রিস ওকস। ইংলিশ ক্রিকেটার জো রুট এমনটাই জানিয়ৈছৈণ। গত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে বাউন্ডারিতে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস।
চিকিৎসকের কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি। এরপর স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না।
চতুর্থ দিনে ইংল্যান্ডের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ওকসকে ড্রেসিংরুমে পায়চারি করতে দেখা যায়। গলায় ঝুলানো বাঁ হাতে কালো ব্যান্ডেজ, পরনে ম্যাচের জার্সি।
প্রয়োজনে ওকস এক হাতে ব্যাট করবেন জানিয়ে রুট সংবাদ সম্মেলনে বলেন, ‘বাকিদের মতো সে–ও (ওকস) আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ পন্ত ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’
সতীর্থরা ম্যাচ জিতিয়ে আসবেন, ওকসের ব্যাটিংয়ে নামতে হবে না আশা করেন রুট। তিনি বলেন, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তাঁর কাছে অনেক অর্থবহ। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০