স্পোর্টস ডেস্ক:: এবার ইতিহাস গড়লো বাংলার কিশোরীরা। এএফসির অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। কিছু দিন আগেই নারীদের জাতীয় দল এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ে। এবার জুনিয়র মেয়েরাও ইতিহাস গড়লো।
অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে সম্ভাবনা জাগায় মূল পর্বে খেলার। কিন্তুু শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় মেয়েরা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মূল পর্বে খেলার সুযোগ ছিলো।
গ্রুপ চ্যাম্পিয়নরা ছাড়াও সেরা তিন রানার্সআপ খেলবে মূল পর্বে। কোরিয়ার কাছে হারের পর মেয়েদের চাওয়া ছিলো চীন যেনো লেবাননকে হারায়। বাংলার মেয়েদের প্রত্যাশা পূরণ করেছে চীন। লেবাননকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ফলে সেরা তিন রানার্সআপের এক দল হয়ে বাংলাদেশ অনূধ্বর্ক-২০ নারী দল এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে।
থাইল্যান্ডের মাটিতে হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে গত মাসে বাংলাদেশ নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল।জাতীয় দল এশিয়ান কাপ খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে।
আগামি বছরের ১ এপ্রিল থেকে থেকে ১৮ এপ্রিল এফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। ১২ দলের এই লড়াই থেকেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। আগামী বছর ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে এশিয়ান কাপের চার সেমিফাইনালিস্ট দল। কিশোরীদের সামনে তাই বিশ্বকাপে খেলার হাতছানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০