স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ছাড়ছে না লিওনেল মেসিকে। বেশ কয়েক মাসের আলোচনার পর অবশেষে মিয়ামিতে থাকার সম্মতি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেজর লিগেই দেখা যাবে তাকে আগামি তিন বছর।
এমএলএসের ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছেন মেসি। ফুটবলের এই মহা জাদুকরকে আগামি ২০২৮ সাল পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে মিয়ামি। দুই পক্ষ ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে।
ইন্টার মিয়ামি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির চুক্তি স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত বার্তায় লিখেছে— ‘হি’জ হোম’ বা ‘সে নিজের ঘরেই আছে।’ লিওনেল মেসি আগামি বছর মিয়ামির নতুন মাঠেও দলকে নেতৃত্ব দেবেন।
আর্জেন্টাইন তারকা মেজর লিগে যোগ দেওয়ায় আমেরিকান ফুটবলে নতুন মাত্রা যোগ হয়। বিজ্ঞাপনের বাজারে কদর বেড়েছে মিয়ামির। ফুটবলাঙ্গণেও এখন বেশ গুরুত্বপূর্ণ ক্লাবটি। এমএলএস-এর দর্শক ও ব্যবসায়িক আগ্রহও রেকর্ড ছুঁয়েছে মেসির জাদুতে। নতুন চুক্তির মাধ্যমে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি ইন্টার মিয়ামির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মাঠের ভেতরে ও বাইরে নেতৃত্ব অব্যাহত রাখবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































