স্পোর্টস ডেস্ক:: নেপালে জেন-জিদের সরকার বিরোধী আন্দোলনে ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। উত্তাল কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল ম্যাচ স্থগিত করা হয়েছে। দেশটিতে বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়ের সীমা।
দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজ খেলতে নেপালে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটি আগামিকাল বিকেলে অনুষ্টিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মূহুর্তে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল ফুটবলের কর্তলঅ।
আজ সোমবার বাংলাদেশ দল নির্ধারিত অনুশীলনও করতে পারেনি। বিক্ষোভে উত্তাল শহরে বাংলাদেশের ফুটবলারদের হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মিলেনি। অনুশীলন বাতিলের পর সন্ধ্যায় এলো ম্যাচ স্থগিতের খবর।
বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা তিনটায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে। যদিও ম্যাচ স্থগিত নিয়ে বাফুফে এখনো কোনো বিবৃতি দেয়নি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা বিক্ষোভ করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন ১৪ জনের মতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































