স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। আর সেই ম্যাচের আগেরদিনই সংস্কৃতি মেনে একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া।
সফরকারী দলের নেতৃত্বে দেখা যাবে প্যাট কামিন্সকে। এই সিরিজে শুরু থেকেই উসমান খাজাকে সঙ্গী করে ওপেনিং করতে দেখা যাবে স্টিভেন স্মিথকে। এছাড়া মার্নাস ল্যাবুশানে, ট্রেভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিনদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামাচ্ছে অজিরা।
একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলতে নামবেন অ্যালেক্স ক্যারি। পেস বোলিং লাইনআপে কামিন্সের সঙ্গী মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন নাথান লায়ন। পাশাপাশি দুই অলরাউন্ডার হেড ও গ্রিনকে বোলিং করতে দেখা যাবে।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post