স্পোর্টস ডেস্ক:: রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, এদুয়ার্দ মেন্দি ও কালিদু কুলিবালির পর ব্রাজিলিয়ান বড় তারকা রবার্তো ফিরমিনোও নাম লেখালেন সৌদীর ফুটবলে। আরব দেশটির প্রো লিগে খেলবেন ব্রাজিলিয়ান এই তারকা। ইতিমধ্যে তার দলও চূড়ান্ত য়ে গেছে।
লিভারপুল থেকে বিদায় নেওয়া এই তারকাকে নিজেদের দলে নিয়েছে প্রো লিগের ক্লাব আল আহলি। এই মৌসুমে বড় চমক দিলো প্রো লিগ। একে একে বেনজেমা, কন্তে, মেন্দি ও কালিদুর পর এবার রবার্তো ফিরমিনোকেও দলে নিয়ো সেখানকার ক্লাবগুলো। আলোচনায় আছেন ব্রাজিলিয়ান আরেক সুপার স্টার নেইমার, ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচও।
বিবিসি জানিয়েছে, আল আহলির সঙ্গে ফিরমিনোর চুক্তি হয়েছে তিন বছরের জন্য। সদ্য সমাপ্ত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে আর চুক্তি নবায়ন করেননি এই তারকা। অনফিলন্ড ছেড়ে যান তিনি। নিজের বিদায়ী ম্যাচে জিতিয়ে ছিলেন লিভারপুলকে। গোলে রাঙিয়ে ছিলেন বিদাীয় ম্যাচ।
২০১৫ সাল থেকে লিভারপুলে ছিলেন ফিরমিনো। হফেনহেইম থেকে অনফিল্ডে যোগ দিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ৩৬২ ম্যাচে গোল করেছেন ১১১টি। এবার তিনি মাতাবেন প্রাে লিগ।
আল আহলি ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নেওয়ার আগে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকেও দলে নিয়েছে। চেলসি থেকে তিনি যোগ দিয়েছেন প্রো লিগে। সৌদীর সরকারও চাইছে নিজেদের এই লিগকে বিশ্বের সেরা একটি লিগে পরিণত করার। সেজন্য একে একে বড় তারকাদেরই দলে নিচ্ছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post