স্পোর্টস ডেস্ক:: লা লিগার নতুন মৌসুম জয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের গোলেই জয় দিয়ে মৌসুম শুরু করেছে দলটি। ফরাসি তারকার একমাত্র গোলে ওসাসুনাকে হারিয়েছে ১-০ গোলে।
রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোরও অভিষেক হয়ে জয়ে। মাদ্রিদের সাবেক এই তারকা গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনচেত্তির স্থলাভিষিক্ত হন। মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তি এখন ব্রাজিল দলের কোচ হয়েছেন।
ওসাসুনার বিপক্ষে খুব একটা ভালো খেলেনি রিয়াল। প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন এমবাপে। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ডান দিক দিয়ে তিনি বক্সে ঢুকে চমৎকার কাটব্যাক মুভ করার পর ওসাসুনা ডিফেন্ডারের ফাউলের ফলে পেনাল্টি পেয়েছিল মাদ্রিদ।
ওসাসুনার বিপক্ষে ম্যাচে মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন, ফলে তার সম্ভাব্য ট্রান্সফারের জল্পনা আরও জোরালো হয়েছে। প্রথমার্ধে এমবাপের একটি বাঁকানো শট ক্রসবারের উপরে দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে তিনিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন। এমবাপে বলটা নিচু করে ডানপাশে পাঠান, আর গোলকিপার ঝাঁপ দেন উল্টোদিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০