স্পোর্টস ডেস্ক:: ইন্টার মিয়ামি মেসির সব সতীর্থকে দলে নিয়ে নিচ্ছে। রদ্রিগো ডি পলের পর এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকেও দলে নিতে যাচ্ছে মেজর লিগের ক্লাবটির। কিছু দিন আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ডি পলকে দলে ভেড়ায় মিয়ামি। এবার তাদের নজর এমির দিকে।
সম্প্রতি মিয়ামি ছেড়ে শার্লট এফসিতে যোগ দিয়েছেন গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই ট্রান্সফারে একটি বড় অংকের জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) পেয়েছে মিয়ামি। সেই অর্থ অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজকে দলে নিতে যাচ্ছে তারা। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক।
ভিলার পক্ষ থেকে মার্টিনেজের ট্রান্সফারের জন্য কড়া মূল্য ধরা হয়েছে। জানা গেছে, ১৭ মিলিয়ন থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে দর কষাকষি চলছে। সাধারণ কোনো এমএলএস ক্লাবের পক্ষে এ মূল্য পরিশোধ সম্ভব নয়। কেবল ইন্টার মিয়ামির পক্ষেই সম্ভব এমন বিপুল অর্থ খরচ করা।
বাজবাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ কিছু দিন থেকেই ছিলৈঅ। ভিলায় মার্টিনেজের শেষ ম্যাচে তার আবেগঘন বিদায়ী দৃশ্য সেই গুঞ্জন আরো বাড়িয়ে দেয়। ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজককে ছাড়বে না। ক্যালেন্ডারের ট্রেড থেকে প্রাপ্ত জিএএম দিয়ে ২০২২ বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে চেজ স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে মিয়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০