স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে জয় দিয়ে আসর শুরু করেছে ক্যান্ডি ফ্যালকন। নিজেদের প্রথম ম্যাচে কলম্বো স্টারসকে ১০৯ রানে হারিয়েছে তারা। আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি ও পাথুম নিশাঙ্কার ঝড়ো ফিফটিতে বড় পুঁজি পায় ফ্যালকন। বোলিংয়ে বাকি কাজটা সারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতেই দারুণ জয় তুলে নেয় ফ্যালকন।
ম্যাচে আগে ব্যাটিং করে ১ উইকেটে ১৯৯ রান তোলে ফ্যালকন। জবাবে ৯০ রান তুলতেই ইনিংস গুটিয়ে যায় স্টারসের। ৬৭ বলে ১০২ রান করে ম্যাচ সেরা হন ফ্লেচার।
উদ্বোধনী জুটিতে ফ্যালকনকে ১৫৬ রানের সংগ্রহ এনে দেন ফ্লেচার-নিশাঙ্কা। ১৬তম ওভারের চতুর্থ বলে এ জুটি ভাঙেন সেকুগা প্রসন্ন। ৪১ বলে ৭১ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন নিশাঙ্কা। তিনে আসা কার্লোস ব্রাদওয়েটকে নিয়ে ১৯৯ রানে পুঁজি গড়েন ফ্লেচার।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে কলম্ব স্টারস। দলীয় ৫০ হতেই ৭ ব্যাটারকে হারায় তারা। দারুণ বোলিং করেন হাসারাঙ্কা। ১৫তম ওভারের তৃতীয় বলে ইনিংস গুটিয়ে যায় স্টারসের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা