স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারো বিপিএল শুরুর প্রস্তুুতি নিচ্ছে। তবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই শুরু হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। এলপিএল কর্তৃপক্ষ এরই মধ্যে লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে।
যদিও বিসিবি এখনো বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি। স্বাভাবিক ভাবে বছরের শেষ দিকে শুরু হয় বিপিএল। বাংলাদেশের এই লিগ চলাকালে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগও চলে। ফলে ভালোমানের ক্রিকোর পাওয়া নিয়ে সঙ্কটে পড়ে ফ্র্যাঞ্চাইজিরা।
তবে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ নভেম্বরেই এলপিএল শুরু করতে চায়। আগামি ২৭ নভেম্বর এ বছরের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ২৩ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লঙ্কানদের ফ্র্যাঞ্চাইজি লিগের। এবারের আসর হবে তিন ভেন্যুতে। ভেন্যুগুলো হলো-কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলের পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম এবং ডাম্বুলার আর ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম।
টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা দুদানভেলা মনে করছেন, এলপিএলের এই আসরটি আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০