স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ শুরুর আগে স্বস্তির খবর পেলো ভারত। দলটির সেরা ব্যাটসম্যানদের একজন সূর্য়কুমার যাদব ফিরছেন এশিয়া কাপ দিয়েই। ভারতীয় টি-২০ দলের নেতৃত্ব নিয়েই দলে ফিরবেন সূর্যকুমার। বৈশ্বিক আসরের আগে মাস্টারক্লাস এই ব্যাটসম্যানকে দলে পাওয়া স্বস্তির খবরই।
দেশটির গণমাধ্য জানাচ্ছে, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস টেস্ট পাস করেছেন তিনি। মাঠে ফেরার ছাড়পত্রও পেয়েছেন। গণমাধ্যমগুলো জানাচ্ছে সূর্যকুমারকে অধিনায়ক করেই এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন বিসিসিআইয়ের নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর ফিটনেস টেস্টে সব শর্তই পূরণ করেছেন সূর্যকুমার।
এসিসির ব্যবস্থাপনায় আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। এশিয়া কাপের ভেন্যুর কন্ডিশন অনুযায়ী সূর্যকুমার দারুণ কার্যকরি এক ব্যাটসম্যান। আগামী ১৯ আগস্ট মুম্বাইয়ে এশিয়া কাপ স্কোয়াড বাছাই সভায় সূর্যকুমার নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের সঙ্গে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ আইপিএল আসরের পরপরই মাঠের চলে যান সূর্য়কুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭১৭ রান করেন তিনি এবং শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এক মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৬০০ রানের বেশি করার কৃতিত্ব দেখান।আইপিএলের পর জার্মানির মিউনিখে তলপেটের স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান সূর্যকুমার। এরপর ভারতে ফিরে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এবং ধীরে ধীরে ব্যাটিং ও ফিটনেস ট্রেনিংয়ে ফেরেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০