স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ টি-২০ খেলতে দুবাই গেছে বাংলাদেশ দলের প্রথম বহর। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এবার ট্রফি জয়ের লক্ষ্য তাদের। এশিয়া কাপ জিততে নিজেদের সর্বোচ্চটাই দেবেন তারা।
রোববার দুপুরে জাতীয় দলের প্রথম বহর সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। প্রথম দফায় দুবাইয়ে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস, রিশাদ হোসেন, শেখ মেহদী হাসান, সাইফ হাসান ওকোচিং স্টাফের সদস্যরা।
দলের বাকী সদস্যরা আজ সন্ধ্যার ফ্লাইটে আবুধাবিতে যাবেন। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে ভক্ত সমথর্কদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অধিনায়ক লিটন দাস। চেয়েছেন দোয়া। তিনি লিখেন ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই।’
ট্রফি জেতার লক্ষ্যে আরব-আমিরাত যাচ্ছেন জানিয়ে লিটন দাস আরো বলেন, ”আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’
এবারের এশিয়া কাপে কঠিন গ্রুপে টাইগাররা। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের গ্রুপে। এছাড়াও হংকং রয়েছে বাংলাদেশ গ্রুপে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ, যার মধ্যে টি-টোয়েন্টি সংস্করণে একবার। শিরোপা কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পেরে উঠা হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০