স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে এশিয়া কাপ। আগামি ১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে নারীদের এশিয়া কাপ। টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী দল ঘোষণা করেছে বিসিবি।
বিশ্বকাপের বাছাই পর্বের স্কোয়াডে থাকা মারুফা আক্তার এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ফারিহা আক্তার তৃষ্ণা। চোটের জন্য দল বাইরে থাকা জাহানারা আলমও এশিয়া কাপে ফিরেছেন।
নারীদের এশিয়া কাপের সবশেষ আসর অনুষ্টিত হয়েছিলো ২০১৮ সালে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলো বাংলাদেশ নারী দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার ঘরের মাঠে টুর্নামেন্টটি খেলবে মেয়েরা।
বাংলাদেশ দল:: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, লতা মন্ডল, ফারজানা আক্তার, শামীমা সুলতানা, সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সাবানা মুসতারি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম তৃস্ণা ও সোহেলী আক্তার।
স্ট্যান্ডবাই- রাবেয়া খান, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার, নুজহাত তাসনিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০