স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা ভারত দলে। নিয়মিত পেসার হার্শাল প্যাটেল ছিটকে গেলেন চোটের কারণে। চলমান উইন্ডিজের বিপক্ষে সিরিজে চোট পান ডানহাতি এই বোলার। চোট পাওয়া প্যাটেল অবশ্য এখনো দলের সাথে ক্যারিবিয়ান দ্বীপে আছেন।
চোট থেকে সেরে উঠতে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চলবে প্যাটেলের। জানা গেছে শুধু এশিয়া কাপ নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত তিনি। চোট থেকে সেরে উঠার জন্য ৪-৬ সপ্তাহ বিশ্রাম দেয়া হচ্ছে তাকে।
শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২৭ আগস্ট শুরু হবে এবারের আসর। এশিয়া কাপের জন্য আগামী ৮ অগাস্ট দল ঘোষণা করার কথা ভারতের। এই দলে থাকা হচ্ছে না প্যাটেলের।
ডেথ ওভারে দারুণ বোলিং করতে পারায় এশিয়া কাপ ও বিশ্বকাপের দলের জন্য বেশ ভালোভাবেই ছিলেন প্যাটেল। তবে সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। এদিকে কপাল খুলে যেতে পারে দীপক চাহারের। চোটে ছিলেন তিনিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০