স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৪০০ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর গত আসরের চ্যাম্পিয়নদের ২২ ওভারে স্রেফ ১৭০ রানেই থামিয়ে দিয়েছে তারা। রান তাড়ায় ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ২২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরা। শেষদিকে দুই পেসার অ্যাটকিনসনের ৩৫ ও মার্ক উডের ৪৩ রান কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
বড় পরাজয়ে কঠিন হয়ে গেছে ইংল্যান্ডের সেমি-ফাইনাল খেলার পথ, মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। চেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। বাটলার বলেন, ‘হ্যাঁ সেমি-ফাইনালে যাওয়া খুব কঠিন হতে চলেছে। আমরা নিজেদের জন্য ভুল করারও কোনো জায়গা রাখিনি। তবে আমরা বিশ্বাসটা রাখব।’
বাটলার আরও বলেন, ‘হ্যাঁ অবশ্যই দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় আমাদের কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। এখান থেকে ভুল করার কোনো সুযোগ নেই। এটি (সেমি-ফাইনাল খেলা) খুবই কঠিন হতে চলেছে। তবে আমরা বসব এবং আবার চেষ্টা করব। এই পরিস্থিতিতে আমরা এটিই করতে পারি।’
‘আপনাকে ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু এটি আমারই সিদ্ধান্ত যা তখন নিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যদি আমরা ৩৪০-৩৫০ লক্ষ্য তাড়া করতাম হয়তো এই কন্ডিশনে সেটি টপকেও যেতাম’- যোগ করেন বাটলার।
Discussion about this post