স্পোর্টস ডেস্কঃ আইপিএলে নতুন সাজে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যার মধ্যে সবচেয়ে বড় সংযোজন ছিল মেন্টর হিসেবে শিরোপাজয়ী সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে দলে ফেরানো। এসেই নতুন পরিকল্পনার ছক আকছেন গম্ভীর।
এর মধ্যে পদক্ষেপ দেখা গেল অধিনায়কত্ব নিয়ে। দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। গেল আসরে শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে খেলতে পারেননি। তার পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেন নীতিশ রানা। বেশ ভালোভাবেই দলকে সামলিয়েছেন এই ক্রিকেটার।
তবে এই আসরে ফিরছেন আইয়ার। আর তার কাঁধেই নেতৃত্বের ভার ফিরিয়ে দিল। ২০২২ আইপিএলে আইয়ারই ছিলেন কলকাতার অধিনায়ক। আবারও তাই নতুন করে এই দায়িত্বে ফিরলেন তিনি।
হতাশ করা হচ্ছে না নীতিশ রানাকে। গেল আসরে দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকে সহ-অধিনায়ক রাখা হয়েছে এবারের আসরে। আর সবকিছুই দলগতভাবে সবার সাথে আলোচনা করে করেছে কেকেআর টিম ম্যানেজম্যান্ট। আইপিএলের ২০২৪ সালের নিলামের ঠিক আগমূহুর্তে আনুষ্ঠানিকভাবে এবার জানিয়ে দিল দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post